ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দুই দিনে নিহত হয়েছেন দুইজন। দুইজনই মানসিক ভারসাম্যহীন বলে জানান জিআরপি পুলিশ।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন বুধবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার ভাটিয়ারী রেল স্টেশনের সামান্য দক্ষিণে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন যুবকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফৌজদারহাট রেলওয়ে পুলিশকে খবর দিলে ফাঁড়ির ইনচার্জ মোঃ ফারুক এবং ফায়ার সার্ভিস টিম তাকে সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করালে সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলার শেখ পাড়া এলাকায় ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রামে আসা 'সোনার বাংলা এক্সপ্রেস' ট্রেনে ধাক্কা লেগে ২৫ বছরের এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো: খোরশেদ আলম বলেন, 'দুই দিনে দুইজন মানসিক ভারসাম্যহীন যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড,ট্রেন,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত